Return Policy

  1. আনবক্সিং ভিডিও

    • গ্রাহককে অবশ্যই ক্রয়কৃত পণ্যের সম্পূর্ণ আনবক্সিং ভিডিও তৈরি করতে হবে।

    • ভিডিওতে পণ্যের মোড়কীকরণ (Packaging) খোলার প্রক্রিয়া স্পষ্টভাবে দেখাতে হবে।

  2. সমস্যা প্রদর্শন

    • পণ্য খোলার পর যদি কোনো সমস্যা থাকে, তবে তা ভিডিওর মাধ্যমে স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

  3. সময়সীমা

    • রিটার্ন পলিসি শুধুমাত্র পণ্য ডেলিভারির দিনের মধ্যে কার্যকর থাকবে।

    • দিন পর কোনো রিটার্ন গ্রহণযোগ্য হবে না।

  4. যোগাযোগ পদ্ধতি

    • রিটার্ন সম্পর্কিত সকল তথ্য আনবক্সিং ভিডিওসহ প্রমাণাদি আমাদের অফিসিয়াল WhatsApp- পাঠাতে হবে।

    • যোগাযোগের সময় অবশ্যই গ্রাহককে তার ক্রয়ের রসিদ (Purchase Receipt) উপস্থাপন করতে হবে।

আমাদের টিম বিষয়টি যাচাই করে গ্রাহকের সমস্যার সমাধান করবে।